দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে ২ বাংলাদেশি নিহত

২ সপ্তাহ আগে
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নিহত হয়েছেন দুই বাংলাদেশি। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৫টার দিকে কেপটাউন প্রদেশের বুষ্টারে মর্মান্তিক এই জোড়া হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টা। প্রতিদিনের মতোই প্রবাসী বাংলাদেশি মালিক মনির হোসেনের দোকানে কর্মরত ছিলেন বিল্লাল ও এমদাদ। কিছু বুঝে ওঠার আগেই ডাকাত দল দোকানে ঢুকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে লুট করে নেয় টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী। 

 

ডাকাতি শেষ করে যাওয়ার সময় সরাসরি গুলি করে খুন করে যায় এমদাদ ও বিল্লালকে।

 

মর্মান্তিক এই জোড়া হত্যাকাণ্ড সংঘটিত হয় দেশটির কেপটাউন প্রদেশের বুষ্টারের ডিডোরেন্স এলাকায়। নিহত বিল্লালের বাড়ি শরীয়তপুরের নড়িয়া, আর এমদাদুলের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। 

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, ২ বাংলাদেশি নিহত

 

ব্যবসায়িক দ্বন্দ্বসহ নানা কারণে গত দুই মাসে একই এলাকায় পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে আতঙ্কিত দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। 

 

এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চান তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন