দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। কনরার্ড ওই আসর পর্যন্ত প্রোটিয়াদের দায়িত্বে থাকবেন। সিএসএ এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
তিন ফরম্যাটের দায়িত্ব পেয়ে কনরাড বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের দায়িত্ব পালন করা আমার ক্রিকেট জার্নিতে গর্বের বিষয়। আর তিন ফরম্যাটের দায়িত্ব পাওয়া অবিশ্বাস্যভাবে বিশেষ কিছু। সামনের দিনগুলোর জন্য আমি উত্তেজিত।’
আরও পড়ুন: ভারত-পাকিস্তান সংঘাত: নিজ দেশের ক্রিকেটারদের নিয়ে উদ্বিগ্ন ওয়েস্ট উইন্ডিজ
প্রোটিয়াদের টেস্ট কোচ হিসেবে কনরাড সফলই। ২০২৩ সালের জানুয়ারিতে দায়িত্ব নিয়ে ১৪ টেস্টের মধ্যে ১০টিতেই দলকে জিতিয়েছেন তিনি, ৩টিতে হারের পাশাপাশি ড্র এক টেস্ট। এরমধ্যে তিনি দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তুলেছেন। আগামী মাসে লর্ডসের ফাইনালে প্রোটিয়ারা অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে।
আরও পড়ুন: স্টেডিয়ামে ড্রোন হামলার এবং ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনা করলেন আফ্রিদি
জুনে লর্ডসের ফাইনাল দিয়েই শুরু হবে কনরাডের তিন ফরম্যাটের যাত্রা, একই মাসে এরপর জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ। জুলাইয়ে জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডকে নিয়ে তারা খেলবে টি-টোয়েন্টির একটি ত্রিদেশীয় সিরিজ।
কনরাড যোগ করেন, ‘সামনে ব্যস্ত দিন। জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এরপর টি-২০ বিশ্বকাপ।’