২০২৪ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ক্লাসেন। গেল মৌসুমে কেবল সাদা বলের চুক্তিতে ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন তিনি। যার কারণেই ক্লাসেনকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি।
সিএসএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘তার (ক্লাসেন) ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।’
আরও পড়ুন: ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক
গেল মৌসুমে সাদা বলের চুক্তিতে থাকা ডেভিড মিলার ও রাসি ভ্যান ডার ডুসেন এবার হাইব্রিড চুক্তি করেছেন। এই চুক্তির আওতায় তারা নির্দিষ্ট কিছু দ্বিপাক্ষিক সিরিজ এবং আইসিসি টুর্নামেন্টে অংশ নিতে পারবেন।
এদিকে এবারের ১৮ জনের কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন লিজাড উইলিয়ামস, অলরাউন্ডার সেনুরান মুথুসামি এবং ১৮ বছর বয়সি বাঁহাতি পেসার কুইনা মাফাকা।
দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে যারা আছেন:
টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহ্যাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, রেজা হেনড্রিক্স, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কুইনা মাফাকা, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা, লিজাড উইলিয়ামস।
হাইব্রিড চুক্তি: ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেন।