দংশন করা সাপ বোতলে ভরে হাসপাতালে ভর্তি কৃষক

২ সপ্তাহ আগে
রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চর থেকে সাপে কামড় দিলে জীবিত সেই সাপ ধরে বোতলে ভরে হাসপাতালে ভর্তি হয়েছেন মো. হেলাল বিশ্বাস নামে এক কৃষক। হাসপাতালে এসে তিনি বিভিন্ন মাধ্যমে জানতে পারেন সাপটির নাম রাসেলস ভাইপার।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করতে গেলে হেলাল বিশ্বাসকে সাপে কামড় দেয়।

 

হেলাল বিশ্বাস ওই গ্রামের মৃত কুদ্দুস বিশ্বাসের ছেলে।

 

আরও পড়ুন: সাপকে কামড়ে মেরে ফেললেন এক কৃষক

 

হেলাল বিশ্বাসের চাচাতো ভাই বাদশা বিশ্বাস বলেন, পদ্মা নদীর চরে ধানের ক্ষেতে কাজ করার সময় হেলাল বিশ্বাসকে সাপে কামড় দেয়। এসময় হেলালসহ অন্য কৃষকরা মিলে সাপটি ধরে বোতলে ভরেন। এরপর পরিবারের লোকজনের সহায়তায় সাপসহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হন হেলাল। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

আরও পড়ুন: স্বামীর মৃত্যুর ৩ মাসের মাথায় সাপের কামড়ে প্রাণ গেল স্ত্রীর

 

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, হাসপাতালে একজন সাপে কাটা রোগী জীবিত সাপ নিয়ে এসেছে। তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

 

]]>
সম্পূর্ণ পড়ুন