থালাপতির সমাবেশে নিহতদের ২০ লাখ, আহতদের ২ লাখ করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা

৩ দিন আগে
ভারতীয় অভিনেতা থেকে রাজনীতিক থালাপতি বিজয়ের জনসমাবেশে পদদলিত হয়ে নিহতদের জন্য ২০ লাখ এবং আহতদের জন্য ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। বিজয় নিজেই এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জন নিহত এবং আরও অন্তত ১০০ জন আহত হন। ওই ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোক জ্ঞাপন করেছেন।

 

নিজের জনসমাবেশে এত কর্মী-সমর্থকের প্রাণহাণির ঘটনায় শোক প্রকাশ করেন তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়। 

 

এক এক্স পোস্টে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে উল্লেখ করে বিজয় বলেন, ‘আমি যাদের সঙ্গে দেখা করেছি, তাদের সকলের মুখ আমার মনে ভেসে উঠছে। যতই আমার সেই প্রিয়জনদের কথা ভাবছি, ততই আরও কষ্ট হচ্ছে।’

 

আরও পড়ুন: থালাপতির সমাবেশে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে মামলা

 

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে হতাহতের জন্য ক্ষতিপূর্ণ ঘোষণা করেন তিনি। এদিকে পদদলিত হওয়ার ঘটনায় এক বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন তৈরি করা হয়েছে।

 

শনিবারের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে তামিলনাড়ু পুলিশ প্রধানের বক্তব্য, বিজয় দেরি করে এসেছিল মিছিলে। যে কারণে ভিড় আরও বেড়ে যায়। তামিলনাড়ুর ডিজিপি ইনচার্জ জি ভেঙ্কট রামনের মতে, অভিনেতা-রাজনীতিবিদ সন্ধ্যা ৭:৩০ মিনিটে পৌঁছান। অনুষ্ঠানটি বিকাল ৩টা থেকে শুরু হওয়ার কথা ছিল। এই কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

 

পাশাপাশি পুলিশের দাবি, আয়োজক সংস্থা ১০ হাজার মানুষের ভিড়ের আভাস দিয়ে একটি মাঠ চেয়েছিল। কিন্তু প্রায় তিনগুণ বেশি লোক এসেছিল। অন্যদিকে করুরের ঘটনার পর হামলার আশঙ্কায় বিজয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে বিজয়ের বাসস্থানেরও।

 

আরও পড়ুন: থালাপতির চেন্নাইয়ের বাড়িতে হামলার আশঙ্কা, নিরাপত্তা জোরদার 
 

]]>
সম্পূর্ণ পড়ুন