রোববার (২৮ সেপ্টেম্বর) তামিলনাড়ু সরকারের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কারুরে সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত ও ১০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় জনক্ষোভের আশঙ্কায় চেন্নাইয়ে অভিনেতা-রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
৫১ বছর বয়সি অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি আগামী বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। শনিবার রাতের সমাবেশে প্রাণহানির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সূত্র জানিয়েছে, ক্ষোভ থেকে থালাপতির বাড়িতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সমাবেশ পালনে শর্ত লঙ্ঘনের ঘটনায় থালাপতির বিজয়ের তীব্র সমালোচনা করেছেন ডিএমকে নেতৃত্বধীন তামিলনাড়ু রাজ্য সরকার।
আরও পড়ুন: থালাপতির সমাবেশে পদদলিত হয়ে এত মানুষ হতাহতের নেপথ্যে কী?
রাজ্য সরকারের সূত্র জানিয়েছে, আয়োজকরা পানি ও খাবারের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেনি। এর ফলে ভিড়ের মধ্যে থাকা লোকজন অজ্ঞান হয়ে এই হতাহতের ঘটনা ঘটে।
সূত্র জানায়, প্রাথমিকভাবে ৩০ হাজার মানুষের জমায়েতের অনুমতি নেয়া হয়েছিল। কিন্তু বিজয় থালাপিকে দেখতে জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ মানুষ। সভা শুরু হওয়ার কথা ছিল দুপুরে। অভিযোগ রয়েছে, প্রায় ছ’ঘণ্টা দেরিতে সভাস্থলে পৌঁছান বিজয়। ততক্ষণে ভিড় মাত্রা ছাড়িয়েছে। অনেকে গরমেও অসুস্থ হয়ে পড়েন।
এনডিটিভি বলছে, বিজয়ের বক্তব্যের সময় কিছু লোক পড়ে যান। কিন্তু তখনও তিনি বক্তব্য বন্ধ করেননি। এছাড়া ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সগুলোকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেয়া হয়নি। দুর্ঘটনার পর বিজয় ত্রিচি বিমানবন্দরের উদ্দেশে রওনা হন এবং একটি ব্যক্তিগত বিমানে চেন্নাই চলে যান।
আরও পড়ুন: সমাবেশে প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়
টিভিকের একজন আইনজীবীর দাবি, সমাবেশে তারা পুলিশ নির্দেশ অনুসরণ করেছেন। তিনি বলেন, এই দুর্ঘটনা বিজয়কে প্রচণ্ড আঘাত করেছে, তিনি তামিলনাড়ুর জনগণকে ভালোবাসেন। সমাবেশের একটি ভিডিওতে দেখা যায়, বিজয় ভিড়ের মধ্যে থাকা লোকজনকে পানির বোতল বিতরণ করছেন।
প্রাণহাণির ঘটনায় শোক প্রকাশ করেছেন এই রাজনীতিবিদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে ভুগছি।’
তিনি আরও লেখেন, ‘কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’