ঘুমন্ত পুলিশ সদস্যের সঙ্গে সেলফি তোলা থেকে শুরু করে হাতকড়া পরা ছবি পোস্ট সবকিছুই প্রকাশ্যে আসায় প্রশ্ন উঠেছে থানার হেফাজতে থাকা আসামির মোবাইল ব্যবহারের সুযোগ নিয়ে। থানার ভেতরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুকে সেলফি তুলে এ পোস্ট দেন।
গত ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের একটি কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া যুবকের নাম মো. শোয়াইব-উল ইসলাম মহিম (২১)। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বশরের ছেলে।
আরও পড়ুন: আমদানি নিষিদ্ধ পণ্য জব্দের জেরে হামলা, নিরাপত্তা ঝুঁকিতে কাস্টমস কর্মকর্তারা
পুলিশ হেফাজতে থাকার পর শোয়াইব ফেসবুকে স্ট্যাটাস, ছবি ও ক্যাপশন পোস্ট করতে থাকেন। একটি স্ট্যাটাসে তিনি লেখেন- ‘আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারো, ফিরবো বীরের বেশে কোন একদিন। জয় বাংলা।’
সবচেয়ে বেশি সমালোচনার জন্ম দেয় ডিউটিরত অবস্থায় ঘুমন্ত এক পুলিশ সদস্যের সঙ্গে তোলা সেলফি।পটিয়া থানায় ডিউটিরত অবস্থায় ঘুমিয়ে পড়া এক পুলিশ সদস্যের পাশে বসে সেলফি তুলেছেন শোয়াইব। সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেন তিনি। ছবিটির ক্যাপশনে শোয়াইব লেখেন, ‘ঘুম ভালোবাসিরেএএএ… জীবন যেমনই হোক বিনোদন মিস করা যাবে না।’
বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, বুধবার রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্রলীগ নেতা মহিমকে আটক করে।
তাৎক্ষণিকভাবে তাকে আটক করে থানায় এনে আরেকটা অভিযানে পুলিশ বেরিয়ে যায়। সেসময় কিন্তু সে মোবাইলটি কৌশলে শরীরে লুকিয়ে রাখে। পরে যখন পুলিশ এসে তার শরীরে তল্লাশি চালিয়ে মোবাইলটি জব্দ করা হয়। ওই ফাকে সে মোবাইলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ফেলে।
আরও পড়ুন: পতেঙ্গায় দেড় লাখ ইয়াবাসহ আটক ১
ঘুমন্ত পুলিশ সদস্যের পাশে বসে হাতকড়া পড়া অবস্থায় আসামি সেলফি তোলা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, যার আন্ডারে সে থানায় ছিল, সে হয়তো বেখেয়ালি ছিল। অবশ্য বাইরে আরেকজন সেন্ট্রি ছিল বলে দাবি করেন পুলিশের এ কর্মকর্তা।
গ্রেফতার ছাত্রলীগ নেতা শোয়াইবকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে বুধবার রাতে গ্রেফতারের পর থানায় আনা হয়।

২ সপ্তাহ আগে
২






Bengali (BD) ·
English (US) ·