শনিবার (২০ সেপ্টেম্বর) এই কেন্দ্রটি TK Park (লার্নিং পার্ক সংস্থা) এবং ইয়ালা সিটি করপোরেশন-এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে।
আয়োজকরা জানান, এর মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্ম ও বিভিন্ন সংস্কৃতির মানুষের জন্য এমন একটি উন্মুক্ত স্থান তৈরি করা, যেখানে তারা একসঙ্গে শিক্ষা গ্রহণ করতে পারবে, ধারণা ও উদ্ভাবন শেয়ার করতে পারবে এবং দক্ষিণ থাইল্যান্ডে একটি শিক্ষাভিত্তিক সমাজ গড়ে তুলতে পারবে।
আরও পড়ুন: ইসলাইলি পণ্য বয়কটের কোনো প্রভাব আছে কি?
৫,১২৪ বর্গমিটার জুড়ে বিস্তৃত এই পার্কে রয়েছে, শিশুদের জন্য গ্রন্থাগার, লান সান ফান (স্বপ্ন বাস্তবায়নের মাঠ) নামের কার্যক্রমের খোলা আঙিনা, নীরব পাঠাগার (Quiet Room), সৃজনশীল উদ্ভাবন কেন্দ্র, দলীয় কাজের জন্য Sharing Space এবং ছোট প্রদর্শনী হল (Mini Theater)।
ইয়ালা সিটি ইয়ুথ সেন্টার ও ইয়ালা লার্নিং পার্ক ইতোমধ্যেই দক্ষিণ থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত অঞ্চলে সহাবস্থান, জ্ঞান ও উদ্ভাবনের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে।
]]>