ফিফা ক্লাব বিশ্বকাপে ভিনির পারফরমেন্সে হতাশ রিয়াল সমর্থকরা। ব্রাজিলিয়ান তারকার সমালোচনা করছেন অনেকেই। গুঞ্জন উঠেছে, ক্লাব বিশ্বকাপে বাজে পারফর্ম করার কারণে ভিনিকে শাস্তি দিতেই তার সঙ্গে নতুন চুক্তিতে এগোচ্ছে না রিয়াল মাদ্রিদ।
এতে ভিনিসিউসের সৌদি আরবে যাওয়ায় গুঞ্জন আরও জোরাল হচ্ছে। এর আগেও ভিনিসিউসকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে সৌদি আরবের ক্লাবগুলো। ২৪ বছর বয়সি এই ব্রাজিলিয়ানকে দলে টানতে ১ বিলিয়ন ডলারের প্রস্তাবও করেছিল সৌদি আরবের ক্লাব। তবে সেই প্রস্তাবকেও না করে দিয়েছিলেন ভিনি।
আরও পড়ুন: আনচেলত্তিকে সম্মান জানাতে মিলানে তার জার্সি পরবেন মদ্রিচ!
এদিকে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায়ের পরও ভিনিসিউস আশার কথা জানিয়েছেন। মুন্ডো দেপোর্তিভোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি আশা করি আমি এখানে (রিয়াল মাদ্রিদ) অনেক বছর থাকতে পারব। আমি সবসময় বলেছি এটি আমার জীবনের ক্লাব। আমি এই ক্লাবে খুব খুশি।'
রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে ভিনিসিউসের। ফলে এক বছর বাকি থাকতেই ব্রাজিলিয়ান তারকাকে ছাড়তে চাইবে না স্পেনের ক্লাবটি।