ত্রুটি নিয়ে প্রশ্ন, রাকসু নির্বাচনকে ‘সুষ্ঠু’ বলল পর্যবেক্ষক দল

১ সপ্তাহে আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সার্বিকভাবে সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক দল।

দীর্ঘ বিরতির পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সার্বিকভাবে সুষ্ঠু ও অবাধ হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষক দল। তবে গোপনীয়তা ভঙ্গের মতো একটি গুরুতর ত্রুটির কথাও তারা উল্লেখ করেছে।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পর্যবেক্ষক দলের প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম।


অধ্যাপক ইসলাম জানান, দিনভর নয় সদস্যের পর্যবেক্ষক দল ভোট গ্রহণসহ পুরো নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। তাদের সম্মিলিত মত হলো, ‘ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও অবাধ হয়েছে।’


তিনি আরও বলেন, ‘ব্যালট বাক্স স্বচ্ছ হওয়ার কারণে একজন ভোটার কাকে ভোট দিয়েছেন, তা এজেন্টদের অনেকে দেখতে পেয়েছেন–এটা মোটেও কাম্য ছিল না।’ এটি ভোটারের গোপনীয়তা রক্ষায় একটি বড় ঘাটতি বলে তিনি স্বীকার করেন।
 

আরও পড়ুন: রাকসু নির্বাচন: টেবিলের নিচে মিলল স্বাক্ষর করা দেড়শ ব্যালট


সাংবাদিকদের পক্ষ থেকে নির্বাচনে আগে থেকে ব্যালট স্বাক্ষর করে রাখা, টোকেন বিতরণ ও কেন্দ্রে প্রচারপত্র পাওয়ার মতো অনিয়মের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অধ্যাপক ইসলাম জানান, এসব বিষয়ে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েনি।


এদিন সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টায় শেষ হয়। এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটারের হার ৩৯.১০ শতাংশ এবং পুরুষ ৬০.৯০ শতাংশ।


কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে ৩০৫ জন প্রার্থী, সিনেটের পাঁচটি ছাত্র প্রতিনিধি পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে ১৭টি কেন্দ্রের ভোট গণনা শুরু হয়। এখন শিক্ষার্থীরা অধীর আগ্রহে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন