ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

৫ দিন আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কবির ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১৩ মে) দুপুর ২ টায় উপজেলার নজরুল একাডেমির সামনে এ দাবিতে মহাসড়কে অবস্থান নিলে দু'পাশে বন্ধ হয়ে যায় যান চলাচল। 


মহাসড়ক অবরোধ করে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়। এসময় বিক্ষোভকারীরা জানান, বুধবার বেলা ১১ টার মধ্যে ব্যবস্থা না নিলে ফের মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা।

আরও পড়ুন: নামের আগে ‘কৃষিবিদ’ লেখা নিয়ে আপত্তিসহ ৬ দফা দাবিতে ক্লাস বর্জন বাকৃবি শিক্ষার্থীদের

এর আগে, সোমবার একই দাবিতে ত্রিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন