এক্ষেত্রে প্রশ্ন করেন কেউ কেউ, ত্যাজ্য পুত্র তার বাবা মারা যাওয়ার পর উত্তরাধিকার সম্পদ পাবেন কি না। এর উত্তর হলো ইসলামে সন্তানকে ত্যাজ্য করা হারাম। সুতরাং কেউ ত্যাজ্য করলেও তা ইসলামি বিধান অনুযায়ী ত্যাজ্য বলে গণ্য হবে না।
রক্ত সম্পর্ক ছিন্ন করা হারাম। কেউ যদি তা করে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না’। (মুসলিম ২৫৫৬)
আরও পড়ুন: শীতকালে পিতা-মাতার খেদমতের বিশেষ সুযোগ
কোনো সন্তান যদি মাবাবার অবাধ্য হয়ে থাকে তাহলে সে কবিরা গুনাহ করার কারণে ফাসেক হিসেবে গণ্য হবে। তাই বলে উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত হবে না। একইভাবে মাবাবা তার সন্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কারণে গুনাহগার হবেন। এক্ষেত্রে উভয়পক্ষকে নমনীয় হতে হবে এবং সাধ্যের বাহিরের কাজের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে।
তবে সন্তান যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় অথবা অন্যায়ভাবে মা-বাবাকে হত্যা করে তাহলে সে উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত হবে। কেননা রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম কাফেরের ওয়ারিশ হবে না, আর কাফেরও মুসলিমের ওয়ারিশ হবে না। (বুখারি ৬৭৬৪, মুসলিম ১৬১৪)
]]>