হাটহাজারী উপজেলার ফতেহপুরের মদনহাট উচ্চবিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। জানাজা শেষে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
অধ্যাপক তোফায়েল আহমেদ বুধবার রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক তোফায়েল আহমেদের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, জামাতা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৫৫ সালের ৪ মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন ড. তোফায়েল আহমেদ। তিনি যথাক্রমে ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেন। তিনি ১৯৭৬ এবং ১৯৭৭ সালে যথাক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি ও প্রশাসনে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৮১ সালে সোয়ানসি বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক খাত পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন এবং ১৯৯১ সালে উন্নয়ন অধ্যয়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
তোয়ালে আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের অধ্যাপক ও প্রাক্তন বিভাগীয় প্রধান হিসেবে অসংখ্য ছাত্রছাত্রী ও গবেষকের প্রেরণার উৎস হয়ে আছেন।
ড. তোফায়েল আহমেদ কর্মজীবন শুরু করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড)। সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন। তিনি নলেজ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক ওয়ার্ল্ডওয়াইডের (নলেজ ট্রাস্ট) চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করেন।