তৈরি পোশাক রফতানি আয় বাড়ল ১০ শতাংশ

২ সপ্তাহ আগে
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম দশ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেড়েছে।

সোমবার (৫ মে) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৬৪ কোটি ১ লাখ ডলারে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিলে আয় ছিল ২ হাজার ৯৬৭ কোটি ১৯ লাখ ডলার।
 

আরও পড়ুন: এপ্রিলে দেশের রফতানি আয় বেড়েছে

 

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১ হাজার ৭৪৫ কোটি ৭১ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ১০ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিলে এ আয় ছিল ১ হাজার ৫৭৬ কোটি ৪৫ লাখ ডলার।
 

এছাড়া ১ হাজার ৫১৮ কোটি ২৯ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৯ দশমিক ১৭ শতাংশ। আর ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিলে এ আয় ছিল ১ হাজার ৩৯০ কোটি ৭৪ লাখ ডলার।
 

এদিকে সদ্যবিদায়ী এপ্রিল মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৪৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৩৭ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ২৩৮ কোটি ৩২ লাখ ডলার।
 

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৩১ কোটি ৪ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৫ দশমিক ০৮ শতাংশ বেড়েছে। এছাড়া ১০৮ কোটি ৩৩ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ৬৫ শতাংশ।


চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-এপ্রিল মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৪ হাজার ২০ কোটি ৮১ লাখ মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮৩ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৬৬০ কোটি ৮৪ লাখ ডলার।
 

আরও পড়ুন: মার্কিন বাজারে পোশাক রফতানিতে হিসাব কষে নীতি-কৌশল সাজানোর তাগিদ

 

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বেড়েছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ৪ দশমিক ২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৪ কোটি ৪ লাখ ডলারে।
 

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১০ দশমিক ০৮ শতাংশ। জুলাই-এপ্রিলে রফতানি হয়েছে ৯৩ কোটি ২৫ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ৪ দশমিক ১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৫ কোটি ৮৯ লাখ ডলারে।


এদিকে সদ্যবিদায়ী এপ্রিল মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩০১ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে শূন্য দশমিক ৮৬ শতাংশ।

]]>
সম্পূর্ণ পড়ুন