তেহরানে ইসরাইলের নতুন হামলা

২ সপ্তাহ আগে
ইরানের রাজধানী শহর তেহরানে সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করেছে ইসরাইল। খবর আল জাজিরার।

বুধবার (১৮ জুন) ইসরাইলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, ইসরাইলের বিমান বাহিনী বর্তমানে ‘তেহরান অঞ্চলে ইরানি সরকারের সামরিক লক্ষ্যবস্তুতে’ আক্রমণ করছে।

 

পরমানু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে গত শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। যা গত ছয়দিন ধরে অব্যাহত রয়েছে। হামলায় ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করছে দেশটির সামরিক বাহিনী। ইরান এসব ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করার চেষ্টার পাশাপাশি পাল্টা ইসরাইলে হামলা চালাচ্ছে।

 

আরও পড়ুন: ইরানের ফরদো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা কঠিন: সাবেক পরমাণু পরিদর্শক

 

বুধবার (১৮ জুন) এক্স-এ ইসরাইলি সেনাবাহিনীর এক পোস্টে বলা হয়েছে, ‘আজ সকালে গোয়েন্দা শাখার নির্দেশে বিমান বাহিনীর যুদ্ধবিমান পশ্চিম ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা চালিয়েছে। 

 

এতে আরও বলা হয়েছে, প্রায় ২৫টি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ও ইরানি সরকারের সামরিক স্থাপনাসহ ৪০টিরও বেশি অবকাঠামোতে আক্রমণ করেছে। এর মধ্যে তেহরানের পূর্ব উপকণ্ঠে অবস্থিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয় এবং অন্তত দুটি পরমাণু সেন্ট্রিফিউজ স্থাপনা রয়েছে। 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন