তেলের লরি ছিনতাই, ধানক্ষেতে পড়ে ছিলেন হাত-পা বাঁধা চালক-হেলপার

১ সপ্তাহে আগে
চট্টগ্রাম থেকে একটি সয়াবিন তেলের লরি রংপুরের উদ্দেশে আসার পথে বগুড়ার মহাস্থানে একটি সংঘবদ্ধ ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা হাত-পা বেঁধে চালক ও হেলপারকে মারধর করে। এ সময় ডাকাতরা তাদের ধানক্ষেতে ফেলে রেখে লরিটি নিয়ে চলে যায়।

চালক ও সহকারীকে হাত-পা বাঁধা অচেতন অবস্থায় ধানক্ষেতে পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা জরুরি সেবা ৯৯৯ কল দেয়। পরে কালাই থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের পূর্বসড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।


আহত চালক আব্দুল মালেক (৪৫) রংপুর সদরের বাবুগাঁও গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং সহকারী নজরুল ইসলাম একই জেলার মিঠাপুকুর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

আরও পড়ুন: নওগাঁয় মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য আটক

প্রত্যক্ষদর্শী, আহত ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৭ এপ্রিল) চট্টগ্রাম থেকে সয়াবিন তেলের লরিটি রংপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে বগুড়ার মহাস্থানে ওভার ব্রিজ থেকে নামার পর ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ ডাকাত (রাত ১টার দিকে) আরেকটি ট্রাকের মাধ্যমে গতিরোধক করে। তারা লরিটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ডাকাত দল রংপুরের দিকে না গিয়ে জয়পুরহাটের দিকে ঢোকে লরি নিয়ে। এক পর্যায়ে ডাকাতরা চালক ও হেলপারকে মারধর করে মোকমতলা ও জয়পুরহাটের আঞ্চলিক মহাসড়কের কালাই পৌরসভার সড়াইল এলাকার ধানক্ষেতে ফেলে রেখে লরি নিয়ে চলে যায়। 


সোমবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় জনগণ ধানের ক্ষেতে চালক ও হেলপারকে দেখতে পায়। তারা বিষয়টি কালাই থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। 


কৃষক খলিলুর রহমান বলেন, বিকেলে ধানক্ষেতে গিয়ে কাদা-পানিতে ওদের দুইজনকে পড়ে থাকতে দেখে ভেবেছিলাম দুইটা লাশ পড়ে আছে। পরে তাদের নড়াচড়া দেখে ভয়ে ৯৯৯ এ কল দিয়ে তাদের বিষয়ে জানাই। পুলিশ এসে তাদের দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, জরুরি সেবা থেকে কল দ্রুত ঘটনাস্থল থেকে দুজন ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়া হয়েছে।


পরিবারকে তাদের দুজনের বিষয়ে খবর দেওয়া হয়েছে। সুস্থ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন