তেল এবং আঞ্চলিক প্রভাবের জন্য ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের: কামালা

১ সপ্তাহে আগে
ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করায় তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে কামালা বলেছেন, যুক্তরাষ্ট্রের মানুষ এটা চায় না।

২০২৪ সালে প্রেসিডেন্ট পদে ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন কামালা।  

 

প্ল্যাটফর্মের পোস্টে, হ্যারিস বলেছেন, ভেনেজুয়েলায় ট্রাম্পের বিমান হামলা এবং নিকোলাস মাদুরোকে আটক করা ‘আমেরিকাকে নিরাপদ, শক্তিশালী বা আরও সাশ্রয়ী করে তোলে না।’

 

আরও পড়ুন:ইসরাইলে ইরানের হামলা: বাইডেন ও কামালাকে তোপ ট্রাম্পের


তিনি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন, কেবল তেল এবং আঞ্চলিক প্রভাবের জন্য ভেনেজুয়েলায় আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র।

 

বলেন, আমেরিকান জনগণ এটা চায় না, এবং তারা মিথ্যা বলতে বলতে ক্লান্ত।

 

এছাড়া বলেন, এটা মাদক বা গণতন্ত্র সম্পর্কে নয়। এটা তেল এবং ট্রাম্পের আঞ্চলিক শক্তিশালী ব্যক্তিত্বের ভূমিকা পালনের আকাঙ্ক্ষা থেকেই এই হামলা। 

 

Donald Trump’s actions in Venezuela do not make America safer, stronger, or more affordable.

That Maduro is a brutal, illegitimate dictator does not change the fact that this action was both unlawful and unwise. We’ve seen this movie before. Wars for regime change or oil that…

— Kamala Harris (@KamalaHarris) January 4, 2026


কামালা আরও বলেন যে, ল্যাটিন আমেরিকার এই দেশে সামরিক হস্তক্ষেপ আমেরিকান সৈন্যদের ঝুঁকির মধ্যে ফেলছে, এবং সাধারণ আমেরিকান নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করছে না।

 

আরও পড়ুন:কামালা হ্যারিসের বিচার হওয়া প্রয়োজন: ট্রাম্প

 

শনিবার (৩ জানুয়ারি) ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বেশ কয়েকটি স্থানে বোমা বিস্ফোরণ ও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে।

 

সূত্র: এবিসি নিউজ 

]]>
সম্পূর্ণ পড়ুন