তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ইসরেইলের তেল আবিব শহরে নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে একটি বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ইমেইল বিবৃতিতে জানায়, ‘আমরা আজ রাতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি।’ বিস্ফোরণের কারণ সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি।

 

এদিকে এক্স-এ দেয়া এক পোস্টে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার বলেন, তিনি কিছুক্ষণ আগে নরওয়ের রাষ্ট্রদূত পার এগিল সেলভাগের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘সেলভাগের বাসভবনের আঙিনায় একটি গ্রেনেড ছোড়া হয়েছে। এটি একটি গুরুতর অপরাধ।’

 

আরও পড়ুন: তৃতীয় পক্ষ হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক ব্যবস্থা, হুঁশিয়ারি ইরানের

 

নরওয়ের পত্রিকা ভিজি জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে তেল আবিবে অবস্থিত নরওয়ের দূতাবাস সোমবার বন্ধ রাখা হয়েছিল।

 

এদিকে ইসরাইলের চ্যানেল ১৪ অফিস খালি করার আহ্বান জানিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ব ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) প্রতিবেদনে বলা হয়, ইরান ইসরাইলের চ্যানেল ১৪ সংবাদ স্টেশনের অফিসে হামলার পরিকল্পনা করছে। এই সম্প্রচার মাধ্যমটিকে ইরান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘প্রচার চ্যানেল’ বলে অভিযোগ করেছে।

 

আরও পড়ুন: ইসরাইলের চ্যানেল ১৪ অফিস খালি করতে বলল ইরান

 

হিব্রু ভাষার সংবাদমাধ্যম ইসরায়েল হায়োম জানিয়েছে, ইরান ইসরাইলের চ্যানেল ১৪ এর অফিস খালি করতে বলেছে। এটিতে যেকোনো সময় হামলা চালানো হতে পারে।

 

সূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন