তেঁতুলিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে দুদকের অভিযান

১ সপ্তাহে আগে
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ী থেকে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া হাজিপাড়া পর্যন্ত ইউনি ব্লক সড়ক নির্মাণের কাজে অনিয়মের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ৩টার পরে অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর সহকারী পরিচালক ইমরান হোসেন। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তেঁতুলিয়া কার্যালয়ে গিয়ে সড়কটির কাজের অগ্রগতি ও নথি যাচাই বাছাই করেন।


এ সময় অভিযানে দুদকের পঞ্চগড় ও ঠাকুরগাঁও সম্মিলিত কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর আদুরী আক্তার, কনস্টেবল আব্দুস সামাদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী খান, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আল আলামিন।


দুর্নীতি দমন কমিশনের সম্মিলিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন সময় সংবাদকে বলেন, তেঁতুলিয়া ৬ হাজার মিটারের একটি রাস্তা এলজিইডির মাধ্যমে নির্মাণাধীন। এই রাস্তা নির্মাণের সময় স্থানীয় লোকজন অভিযোগ করেন রাস্তা নির্মাণে নিম্নমানের বালু এবং নিম্নমানের সামগ্রী ও ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। এরি প্রেক্ষিতে অভিযোগ পেয়ে আমার ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করি। সেখান থেকে আমরা নমুনা সংগ্রহ করেছি। এগুলো আমরা ল্যাবে নিয়ে পরীক্ষা করবো। তার উপর ভিত্তি করে অভিযোগের সত্যতা জানা যাবে। এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে এলজিইডিতে দুদকের অনুসন্ধান


এদিকে দুদকের অভিযান ও অভিযোগের বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী প্রকৌশলী ইদ্রিস আলী খান সময় সংবাদকে বলেন, ঠাকুরগাঁও থেকে দুদকের টিম এসে রাস্তার নমুনা সংগ্রহ করেছে। যে অভিযোগ উঠেছে সেটা ভিত্তিহীন বলা যায়। তবে অভিযোগ প্রমাণিত হলে দায়ভার ঠিকাদারের না এলজিইডির এমন প্রশ্নে সঠিক কোনো উত্তর পাওয়া যায়নি। তবে রাস্তাটি সঠিক মালামাল দিয়ে নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি।


এলজিইডি জানিয়েছে, ১১ কোটি ৯৫ লাখ ৭৫ হাজার ১৯২ টাকা চুক্তি মূল্যে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ী থেকে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া হাজিপাড়া পর্যন্ত ইউনি ব্লক সড়ক নির্মাণের কাজে শুরু হয় ২০২৪ সালের ৩১ মার্চ। আর কাজ শেষ করার সময় রয়েছে ১২ মার্চ ২০২৫। এলজিইডির বাস্তবায়নে এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ রাস্তা নির্মাণ করেছে ঠিকাদার ঝিনাইদহ এর  ভুতের গলির মিজানুর রহমান।

]]>
সম্পূর্ণ পড়ুন