তৃতীয় স্তরের ক্লাব হওয়ায় ফ্লিক মূল একাদশের অনেককেই বিশ্রামে রেখে নতুন এক একাদশ সাজান। পুরো ম্যাচে বল পজিশন ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখালেও গোলের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটেও গোল পায়নি বার্সা। ম্যাচের ৭৬তম মিনিটে অবশেষে গুয়াদালাজারার ডেডলক ভাঙে বার্সেলোনা। ডি ইয়ংয়ের ক্রস থেকে হেড করে জাল খুঁজে নেন ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।
আরও পড়ুন: ফিফার সেরা একাদশে পিএসজির আধিপত্য
নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন র্যাশফোর্ড। ইয়ামালের থ্রু পাস ডি-বক্সে ধরে গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড। এই জয়ে কোপা দেল রে'র পরের রাউন্ডে উঠলো বার্সেলোনা।

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·