তৃতীয় রাকাতে সেজদার পর ভুলে বসে গেলে যা করবেন

১ দিন আগে
নামাজের নিয়ম অনুযায়ী প্রত্যেক দুই রাকাত পর পর বৈঠকে বসতে হয়। এ বৈঠকে তাশাহহুদ পড়া হয়। শেষ বৈঠকে বসা ফরজ এবং মাঝের বৈঠকে বসা ওয়াজিব।

চার রাকাতবিশিষ্ট নামাজের প্রথম এবং তৃতীয় রাকাতে বসতে হয় না। দুই সিজদা আদায়ের পর সরাসরি পরবর্তী রাকাতের জন্য দাঁড়িয়ে যেতে হয়। তবে কেউ যদি তৃতীয় রাকাতে ভুলে বসে পড়েন তাহলে তার করণীয় কী হবে?

 

প্রথমে জানা জরুরি, নামাজের ফরজ ও ওয়াজিব ভিন্ন ভিন্ন। যদি ফরজ ভুলে বা ইচ্ছাকৃতভাবে ছুটে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। যদি ওয়াজিব ইচ্ছাকৃতভাবে ছুটে যায় তাহলে নামাজ নষ্ট হবে আর ভুলে ছুটে গেলে সাহু সেজদা আদায় করলে নামাজ হয়ে যাবে।

 

আরও পড়ুন: কবরে নামফলক স্থাপন করা যাবে কি?

 

নামাজের ওয়াজিবগুলোর একটি হলো ধারাবাহিকতা বজায় রাখা। নামাজের প্রথম ও তৃতীয় রাকাতে সেজদার পর ধারাবাহিকতা রক্ষার্থে পরের রাকাতের জন্য দাঁড়াতে হয়। কেউ যদি ভুলে বসে যান তাহলে এই ধারাবাহিকতা নষ্ট হওয়ার কারণে সাহু সেজদা আদায় করতে হয়।

 

এক্ষেত্রে মনে রাখতে হবে কেউ যদি তিন তাসবিহ পরিমাণ না বসে অর্থাৎ বসার সাথে সাথে উঠে দাঁড়ায় তাহলে তার ধারাবাহিকতা নষ্ট হয়নি বলে গণ্য হবে। তখন সাহু সেজদা না দিলেও নামাজ আদায় হবে।

 

আর যদি তিন তাসবিহ পরিমাণ অবস্থান করে তাহলে সাহু সিজদা ওয়াজিব হয়। (আদ্দুররুল মুখতার ১/৪৬৯; রদ্দুল মুহতার ১/৫০৬ ইমদাদুল আহকাম ১/৬৭৫)

]]>
সম্পূর্ণ পড়ুন