তৃতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে তাসকিনের একশ উইকেট

১ সপ্তাহে আগে
তৃতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে একশ উইকেটের মাইফলক ছুঁয়েছেন তাসকিন আহমেদ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের অঘোষিত সেমিফাইনালের প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানের উইকেট শিকার করেন তিনি।

তাসকিন ফারহানকে শিকার করেন চার হজম করার পরপর। ডানহাতি পেসার প্রথম দুটি বলই ডট দিয়েছিলেন। তৃতীয় বলে ফারহান কভার অঞ্চলে চার মারেন। চতুর্থ বলে পয়েন্টে ফের চার হাঁকাতে গিয়ে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন তিনি, দেশের জার্সিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিনের পূর্ণ হয় টি-টোয়েন্টির একশ উইকেট।


বাংলাদেশের হয়ে একশ উইকেট নেওয়া অন্য দুজন হলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিবই প্রথমে মাইলফলকটিতে পৌঁছান। অবশ্য তাকে টপকে শীর্ষে চলে গেছেন মোস্তাফিজুর রহমান। ১১৯ ম্যাচে ফিজের উইকেট ১৫০টি, ১২৯ ম্যাচে সাকিবের ১৪৯। ১০০ উইকেট নিতে তাসকিনের লাগল ৮২ ম্যাচ।


আরও পড়ুন: তাসকিনের পর মেহেদীর হানা, শুরুতেই চাপে পাকিস্তান


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিজের চেয়ে বেশি উইকেট আছে মাত্র দুজনের। আফগানিস্তানের রশিদ খান ১০৩ ম্যাচে ১৭৩ ও নিউজিল্যান্ডের টিম সাউদি ১২৬ ম্যাচে ১৬৪ উইকেট নিয়েছেন। সাউদি অবসরে গেছেন। অর্থাৎ মোস্তাফিজের সামনে শিগগিরই দ্বিতীয় স্থানটি দখল করার সুযোগ।


তাসকিন আহমেদ এশিয়া কাপে গিয়েই ছিলেন একশ উইকেটের মাইলফলক সামনে নিয়ে। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ২ উইকেট শিকারের পর তার উইকেটসংখ্যা হয়েছিল ৯৪টি। এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ২ উইকেট নিয়েছিলেন। আফগানিস্তানের বিপক্ষেও নেন ২ উইকেট। সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে একটি। আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচে তাকে খেলায়নি বাংলাদেশ।

]]>
সম্পূর্ণ পড়ুন