তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডনে অনন্য কীর্তি জোকোভিচের

৪ সপ্তাহ আগে
আরও একটি নতুন মাইলফলকে পা রাখলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। টেনিস ইতিহাসের মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে উইম্বলডনে শততম জয়ের স্বাদ পেয়েছেন সার্বিয়ান এই তারকা। শনিবার (৫ জুলাই) স্বদেশি মিওমির কেচমানোভিচকে হারিয়ে এই কীর্তি গড়েন তিনি।

এমন কীর্তি গড়তে যেনো তর সইছিল না নোভাক জোকোভিচের। তৃতীয় রাউন্ডের ম্যাচে গতকাল মাত্র এক ঘণ্টা ৫০ মিনিটে কেচমানোভিচকে ৬-৩, ৬-০, ৬-৪ গেমে উড়িয়ে দিয়ে রেকর্ড গড়েন তিনি। 

 

সেঞ্চুরি ছুঁয়ে জোকোভিচের উদযাপনটাও ছিলো দেখার মতো, ‘পাম্পিং ডান্স’ করে উদযাপন করেছেন তিনি। যা এই টুর্নামেন্টে প্রতিটি জয়ের পর যেন তার ও তার সন্তানদের মধ্যে একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। 

 

আরও পড়ুন: দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবেন সাকিব

 

ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘উইম্বলডন কেবল আমার প্রিয় ও স্বপ্নের টুর্নামেন্ট নয়, বরং অধিকাংশ খেলোয়াড়েরই।’ 

 

‘বেড়ে ওঠার সময় বেশিরভাগ শিশুই এখানে জয়ের স্বপ্ন দেখে এবং সেটাই আমি সৌভাগ্যবশত অনেকবার করতে পেরেছি। প্রিয় টুর্নামেন্টে যেকোনো ইতিহাস লেখাই আমার জন্য সৌভাগ্যের।’ 

 

আরও পড়ুন: এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, বাংলাদেশ ছাড়া সবার র‌্যাঙ্কিং একশ’র নিচে

 

বছরের তৃতীয় এই গ্র্যান্ড স্ল্যামে কেবল এককেই শত জয়ের কীর্তির দেখা মিলেছে তিনবার; আগের দুজন হলেন নারী এককের ৯ বারের চ্যাম্পিয়ন মার্তিনা নাভ্রাতিলোভা ও পুরুষ এককে আটবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। 

 

পুরুষ এককে ১০৫ জয় নিয়ে রেকর্ডটি সুইস গ্রেট ফেদেরারের। এবার জোকোভিচ শিরোপা জিততে পারলেও ফেদেরারের রেকর্ড থেকে এক জয় দূরে থাকবেন। 

 

তবে এখানে এবার শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারলে আরও বড় অর্জনে নাম লেখা হয়ে যাবে জোকোভিচের। এবার জিততে পারলে ২৫ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়বেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন