তুর্কি টিভি সিরিজ দেখে ইসলাম গ্রহণ করলেন স্কটিশ নারী

২ দিন আগে
বোজদাগ ফিল্ম প্রযোজিত জনপ্রিয় তুর্কি ড্রামা ‘এস্টাব্লিশমেন্ট: ওসমান’ দেখে অনুপ্রাণিত হয়ে একজন স্কটিশ নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে।

বোজদাগ ফিল্ম এক বিবৃতিতে জানিয়েছে, সিরিজটি দেখার সময় তুর্কি সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ তৈরি হয় জুলিয়েটা লোরেনা মার্টিনেজ নামের ওই নারীর।

 

তার ক্রমবর্ধমান আগ্রহ তাকে অতিরিক্ত গবেষণা পরিচালনা করতে উৎসাহিত করে। আর শেষ পর্যন্ত সেই গবেষণা তার ইসলাম গ্রহণের সিদ্ধান্তকে প্রভাবিত করে।

 

আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘কোভিড-১৯ লকডাউনের সময় আমি তুর্কি টেলিভিশন দেখা শুরু করেছিলাম। তাদের গল্প, ইতিহাস এবং ইসলামিক তথ্য আমাকে এতটাই অনুপ্রাণিত করেছিল, যা আমি আগে জানতাম না।’ 

 

আরও পড়ুন: তওবা করার সহজ নিয়ম ও দোয়া

 

 

তিনি আরও বলেন, 

এটা আমাকে কোরআন পড়তে অনুপ্রাণিত করেছিল এবং দুই বছর পর, ওসমান (ড্রামা) দেখার পর, আমি আমার শাহাদা গ্রহণ করি এবং মুসলিম হই।

 

মার্টিনেজ পরে ইস্তাম্বুল ভ্রমণ করেন, যেখানে তিনি বোজদাগ ফিল্ম স্টুডিও পরিদর্শন করেন। সেখানে অনুষ্ঠান চিত্রগ্রহণের স্থান পরিদর্শন করেন এবং জনপ্রিয় সিরিজে প্রদর্শিত কাই ট্রাইব ক্যাম্পটি দেখেন।’

 

সূত্র: আনাদোলু এজেন্সি

 

]]>
সম্পূর্ণ পড়ুন