তুর্কি ক্লাবের কাছে হারলো লিভারপুল, বড় জয় বায়ার্ন-অ্যাতলেটিকোর

২২ ঘন্টা আগে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তুরস্কের ক্লাব গালাতাসারের কাছে হারলো ইংলিশ জায়ান্ট লিভারপুল। অন্যদিকে বড় জয় তুলে নিলো বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

র‌্যাম্স পার্কে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারিয়েছে গালাতাসারে। ৫-১ ব্যবধানের বড় জয় পেয়েছে বায়ার্ন ও অ্যাতলেটিকো।

 

এদিন গালাতাসারের বিপক্ষে বল দখলে ও আক্রমণে শুরু থেকেই আধিপত্য ছিল লিভারপুলের। তবে এক পেনাল্টিতেই ম্যাচের ফলাফল চলে যায় তুর্কি ক্লাবটির পক্ষে। বক্সের ভেতরে গালাতাসারের ফরোয়ার্ড বারিস আলপার ইলমাজকে ফাউল করে পেনাল্টি উপহার দেন দমিনিক সোবোসলাই। বুলেট গতির শটে অ্যালিসন বেকারকে পরাস্ত করে গোল আদায় করে নেন ভিক্টর ওসিমেন। এরপর পুরো ম্যাচে ১৬টি শট নিয়ে ৪টি লক্ষ্য বরাবর রেখেও সমতায় ফিরতে ব্যর্থ হয় অলরেডরা।

 

ম্যাচের ১৪তম মিনিটেই প্রথম সুযোগ হাতছাড়া করে আর্না স্লটের শিষ্যরা। ওয়ান অন ওয়ান পজিশনে গোল আদায়ে ব্যর্থ হন হুগো একিতেকে। ফিরতি বল পেয়ে শট নেন কোডি গাকপো। গোললাইনে তখন গোলরক্ষক না থাকলেও তার সে শট ব্লক করে দেন ইসমাইল জ্যাকবস। ৩১তম মিনিটে ফ্লোরিয়ান উইর্টজের শট ফিরিয়ে দেন গালাতাসারের গোলরক্ষক উরজান চাকির। ৫৪তম মিনিটে ওয়ান অন ওয়ান পজিশনে ওসিমেনের শট রুখে দিয়ে লিভারপুলকে গোল হজম থেকে রক্ষা করেন অ্যালিসন বেকার। ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দি করতে গিয়ে হাঁটুতে ব্যথা পান এ ব্রাজিলিয়ান গোলরক্ষক। তাতে তিনি মাঠ ছেড়ে উঠে যান, বদলি নামেন জিওর্জি মামারদাশভিলি।

 

আরও পড়ুন: এমবাপ্পের হ্যাটট্রিকে কাইরাতকে উড়িয়ে দিলো রিয়াল

 

৬২তম মিনিটে গাকপোর বদলি হয়ে মোহাম্মদ সালাহ নামলেও বদলায়নি লিভারপুলের ভাগ্য। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে অলরেডরা। অ্যাতলেটিকোর বিপক্ষে ২-১ গোলের জয়ে আসর শুরু করেছিল তারা।

 

লিভারপুল হারলেও জার্মান জায়ান্ট বায়ার্ন তুলে নিয়েছে বড় জয়। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। ১টি করে গোল করেছেন রাফায়েল গেরেইরো, নিকোলাস জ্যাকসন ও মাইকেল ওলিসে। সাইপ্রাসের ক্লাব পাফোসের বিপক্ষে পুরো ম্যাচে ৬৭ শতাংশ সময় বল দখলে রেখে ২৬টি শট নেয় তারা। যার ১৫টিই ছিল লক্ষ্য বরাবর।

 

১৫তম মিনিটেই ওলিসের পাস বক্সের ডানপ্রান্তে পেয়ে গোল আদায় করে নেন কেইন। চার মিনিট পর জ্যাকসনের পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন গেরেইরো। ৩১তম মিনিটে ওলিসের পাস থেকে ব্যবধান ৩-০ করেন জ্যাকসন। দুই মিনিট পরই চলতি চ্যাম্পিয়ন্স লিগে নিজের চতুর্থ গোল আদায় করে নেন কেইন। প্রথমার্ধের শেষ মিনিটে মিসল্যাভ ওরসিচ পাফোসের হয়ে ব্যবধান কমান।

 

বিরতির পর খুব একটা সুবিধা করতে পারেনি বায়ার্ন। কেবল ৬৮তম মিনিটে একটি গোল আদায় করে নিতে সক্ষম হয় তারা। জোড়া অ্যাসিস্ট করা ওলিসে দেখা পান গোলের। বাকি সময়ে জালে আর কোনো বল না জড়ালে ৫-১ ব্যবধানের জয় পায় বায়ার্ন। আসর শুরুর প্রথম ম্যাচে চেলসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল তারা।

 

আরও পড়ুন: মেজাজ হারিয়ে নিষিদ্ধ হলেন সিমিওনে

 

এদিকে বায়ার্নের মতো বড় জয় পেয়েছে অ্যাতলেটিকোও। লা লিগায় রিয়াল মাদ্রিদকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পরের ম্যাচে জার্মান ক্লাব এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে ৫-১ ব্যবধানে। পুরো ম্যাচে ৫২ শতাংশ সময় বল দখলে রেখে ১৮টি শট নেয় তারা। যার ১২টিই ছিল গোলমুখে। দলের হয়ে ১টি করে গোল করেন জিয়াকোমো রাসপাদোরি, রবিন লে নরম্যান্ড, আঁতোয়ান গ্রিজম্যান, জিয়ালিয়ানো সিমিওনে ও হুলিয়ান আলভারেজ। ফ্রাঙ্কফুর্টের হয়ে ১টি গোল শোধ করেন জনাথন বুর্কার্দ।  

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন