তুর্কি ও আজারি পণ্য বয়কট ভারতীয় ব্যবসায়ীদের

২ দিন আগে
পাকিস্তানকে সমর্থনের অভিযোগে তুরস্ক ও আজারবাইজানের পণ্য বয়কট শুরু করেছে ভারতের ব্যবসায়ীরা। রাজস্থানের উদয়পুরে তুর্কি মার্বেল আমদানিতে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। আর মহারাষ্ট্রে বন্ধ করা হচ্ছে তুর্কি আপেলের বিক্রি। ভারতীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

ভারতের উদয়পুরের মার্বেল কারখানায় চলছে পাথর কাটা ও পলিশিংয়ের কাজ। তবে তুরস্ক থেকে আমদানি করা মার্বেলের গন্তব্য এখন বাতিলের তালিকায়।

 

ভারত-পাকিস্তান সীমান্তে কয়েক দিনের সংঘর্ষে বহু বেসামরিক নাগরিকের প্রাণহানির পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও, কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে অন্য মাত্রায়।

 

অভিযোগ উঠেছে, পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক ও আজারবাইজান। প্রতিবাদে দেশব্যাপী তুরস্কের পণ্য বর্জনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ট্রেডার্স কনফেডারেশন ও রাজস্থানের মার্বেল ব্যবসায়ীরাও।

 

আরও পড়ুন: ভারতে চীনা ও তুর্কি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট ব্লক

 

ভারতের একজন ব্যবসায়ী বলছিলেন, তুরস্ক আর আজারবাইজান ভারতের অর্থনীতির ওপর অনেকটা নির্ভরশীল। এখন যদি তারা পাকিস্তানকে সমর্থন করে, তাহলে ভারতীয় ব্যবসায়ীদের থেকে কোনো সহযোগিতা পাবে না।

 

অপর এক ব্যবসায়ীর বক্তব্য, তুরস্কের ভারতবিরোধী অবস্থানের কারণে আমাদের কমিউনিটি সিদ্ধান্ত নিয়েছে, দেশটিতে তৈরি কোনো পণ্য আর আমদানি করা হবে না।

 

তুর্কি পণ্যের বাজার হারানোর চিত্র মিলেছে মহারাষ্ট্রের পুনেতেও। আগে যেখানে প্রতিদিন হাজার হাজার কেজি তুর্কি আপেল বিক্রি হতো, এখন তার অর্ধেকও বিক্রি হচ্ছে না। আগে প্রতিদিন ১ হাজার থেকে ২ হাজার বাক্স বিক্রি হতো। এখন তার অর্ধেকও বিক্রি হচ্ছে না। প্রচুর স্টক জমে গেছে।

 

আরও পড়ুন: সিন্ধু পানি চুক্তি ভাঙার কথা যেন চিন্তাও না করে নয়াদিল্লি: পাক প্রধানমন্ত্রী

 

এমনকি তুরস্কের ডিসকভার দ্য পটেনশিয়াল প্রচারণাও থমকে গেছে ভারতীয় বাজারে। এটি তুরস্ক সরকারের একটি আন্তর্জাতিক প্রচার অভিযান। এর উদ্দেশ্য হলো তুরস্ককে একটি আকর্ষণীয় বাণিজ্যিক, বিনিয়োগযোগ্য ও পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা।

 

ভারতের বাজারে তুরস্ক ও আজারবাইজানের জন্য দরজা খুবদ্রুতই বন্ধ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কূটনৈতিক অবস্থান ব্যবসায়িক স্বার্থে পরিণত হওয়ায়, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলেও জানান তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন