তুরস্কের স্কি রিসোর্ট হোটেলে অগ্নিকাণ্ড

৫ দিন আগে
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে ১২ তলায় অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেন, ইস্তাম্বুল থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে বলু প্রদেশের কোরোগলু পর্বতমালার কার্তাকায়া রিসোর্টের গ্র্যান্ড কার্তাল হোটেলে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি অন্তত ৫১ জন আহত হবার কথা জানান। হোটেলের আগুনের সময় ওই অঞ্চলের স্কুলের সেমিস্টার বিরতি চলছিল। স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং ১৭ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ইয়ারলিকায়া জানান, হোটেলটিতে ২৩৮ জন নিবন্ধিত অতিথি ছিলেন। ভোর ৩টা ২৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে তিনি সাংবাদিকদের জানান। ভোর সোয়া ৪টা থেকে দমকল বিভাগ কাজ করা শুরু করে। অগ্নিকাণ্ডের সূচনা হোটেলটির রেস্টুরেন্ট সেকশন থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের জন্য সরকার ছয়জন প্রসিকিউটরকে নিয়োগ দিয়েছে। এর আগে গভর্নর আব্দুলআজিজ আয়দিন আনাদোলু জানান, ভবন থেকে আতংকিত হয়ে দুজন লাফিয়ে পড়লে তাদের মৃত্যু হয়। আঙ্কারায় এক ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেব এরদোয়ান এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ঘটনার তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
সম্পূর্ণ পড়ুন