তুরস্কের দোকানে বাংলাদেশি-পাকিস্তানি-ভারতীয়দের জন্য নোটিশ!

৩ সপ্তাহ আগে
সম্প্রতি এক ইনস্টাগ্রাম রিলে একটি দোকানের ভেতর দেখা যায় অদ্ভুত একটি পোস্টার (নোটিশ আকারে দেয়া), যা বেশ কৌতূহল এবং বিতর্কের জন্ম দিয়েছে। জানা গেছে, দোকানটি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত এবং ওই পোস্টারটি বিশেষভাবে দক্ষিণ এশিয়ার গ্রাহকদের লক্ষ্য করেই সাঁটানো হয়েছিল। যা সবার নজরে আসার পর সাংস্কৃতিক বিনিময়, অন্তর্ভুক্তিমূলক সম্পর্ক এবং বিপণন কৌশল নিয়ে শুরু হয় আলোচনা।

অনলাইনে ভাইরাল ওই ভিডিও ক্লিপটিতে (ইনস্টাগ্রাম রিলে) তুরস্কের সেই দোকানের ভেতরের একটি ছোট ক্লিপ দেখানো হয়েছে। ভিডিওতে, দোকানটির কাউন্টারের কাছে সাঁটানো আলোচিত পোস্টারটি জুম করে দেখানো হয়। 

 

সেখানে স্পষ্টভাবে লেখা ছিল, ‘ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি ভাইয়েরা, দয়া করে ডিসকাউন্ট চাইবেন না।’

 

ইনস্টাগ্রাম পোস্টটির ক্যাপশনে বলা হয়েছে, “আমি ইস্তাম্বুলে দক্ষিণ এশীয়দের জন্য বিশেষভাবে একটি ‘ছাড় নেই’ নোটিশ দেখতে পেয়েছি।” 

 

 

এদিকে ওই পোস্টের নিচে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘সীমানা দিয়ে বিভক্ত, আন্তর্জাতিক লজ্জার মাধ্যমে একত্রিত।’ 

 

আরও পড়ুন: স্বামী পাকিস্তানে, স্ত্রীকে সীমান্তে আটকে দিলো ভারত!

 

আরেকজন মন্তব্য করেছেন, ‘তারা ছাড় চায় না, তারা ছাড়ের জন্য ভিক্ষা করে। আমারও এমন একটি দোকান আছে। আমরা এই দেশগুলোকে আমাদের ওয়েবসাইটে প্রবেশ নিষিদ্ধ করেছিলাম। দুঃখজনক হলেও সত্য... দুঃখিত।’

 

অন্য একজন বলেন, ‘কিছু লোক এটা বুঝতে পারেনি। এটি ছাড়ের বিরুদ্ধে নয় বরং দর কষাকষির বিরুদ্ধে পোস্টার।’

 

তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এছাড়া সত্যিকার অর্থেই এমন পোস্টার টানানো হয়েছে কি না, কিংবা তা হলেও কেন দেয়া হয়েছে; সে বিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি।

 

সূত্র: গালফ নিউজ, এনডিটিভি

]]>
সম্পূর্ণ পড়ুন