তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমিরের মেন্দেরেস জেলায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। শনিবার (২৮ জুন) রাতে শুরু হওয়া আগুন প্রবল বাতাসে রোববার (২৯ জুন) পর্যন্ত ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ বনাঞ্চলে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ৭০ থেকে ১০০ কিলোমিটার গতির দমকা হাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
জানা গেছে, প্রবল ধোঁয়ার কারণে বিমান ও হেলিকপ্টার চলাচলও বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ কারণে স্থলপথেই কাজ করছেন দমকল কর্মীরা। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি যে অনেক জায়গায় তাদের পক্ষে পৌঁছানো সম্ভব হচ্ছে না। স্থানীয় বাসিন্দারাও হাতে তৈরি পানির ট্যাঙ্ক ও পাইপ নিয়ে চেষ্টা চালিয়েছেন আগুন নিয়ন্ত্রণের।
আরও পড়ুন: কানাডায় ভয়াবহ দাবানল, ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও!
এরইমধ্যে ইজমিরের বেশ কয়েকটি এলাকা খালি করে ফেলা হয়েছে। একটি গ্রীষ্মকালীন ক্যাম্পসহ বেশ কয়েকটি বাড়িঘর আগুনে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তুরস্কের বনবিভাগ জানিয়েছে, ১১টি বিমান ও ২৭টি হেলিকপ্টারসহ এক হাজারের বেশি দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ইজমির আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট।
]]>