সোমবার (১৪ জুলাই) রাতের দিকে শতশত শিক্ষার্থী রাজপথে নেমে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’, ‘চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’সহ বিভিন্ন স্লোগান দেন।
২০২৪ সালের জুলাইয়ে শেখ হাসিনা কর্তৃক আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকার বলে গালি দেয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের হল থেকে বেরিয়ে এসে করা প্রতিবাদের প্রতীকী পুনরাবৃত্তি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ওই বছর এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশে ‘রাজাকারের বাচ্চা’ মন্তব্য করেন। তার এ বক্তব্যের পর সেদিন রাতেই ঢাবি শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।
আরও পড়ুন: জুলাই নারীদের সংগ্রাম তুলে ধরতে ঢাবিতে অনন্য ড্রোন শো
ওই মন্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। আন্দোলনকারীদের দাবির প্রতি সহমত জানিয়ে তখন সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং তা কোটা সংস্কার আন্দোলনের নতুন মোড় নেয়।
এ কর্মসূচিতে শিক্ষার্থীরা জানান, ‘জুলাই ১৪’ শুধু প্রতিবাদের দিন নয়, এটি হয়ে উঠেছে অধিকার আদায়ের প্রতীক।
]]>