মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ চত্বরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, একাদশ শ্রেণির দুই পরীক্ষার্থী খালভাঙ্গা এলাকার আমিনুল ইসলাম আকাশ এবং পাশ্ববর্তী উত্তরবন্দ গ্রামের ফরহাদ নামের দুই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে ফরহাদের বন্ধু শাকিল প্রতিবাদ করলে আকাশ কলেজ ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান মুক্তারকে ডেকে নিয়ে আসে। মুক্তার ও তার অনুসারীরা কলেজে গিয়ে শাকিলকে মারধর ও ক্ষুরাঘাত করে।
এতে উত্তেজিত হয়ে বহিরাগতদের ওপর এলাকাবাসী পাল্টা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে স্থানীয় বিক্ষুব্ধরা ছাত্রনেতাদের দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে ছাত্রনেতারা কলেজের অফিস কক্ষে আশ্রয় নিলে সেখানে কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকেন তারা।
আরও পড়ুন: ময়মনসিংহে ২ সন্তানসহ মাকে হত্যা: দেবরকে আসামি করে মামলা
নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম দ্রুত ঘটাস্থলে গিয়ে ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিকেল সাড়ে ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় চার শিক্ষার্থীসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি।
তিনি জানান, হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ ছাত্রদলের সভাপতিসহ ১৮ জনকে আটক করা হয়েছে। এখানে শিক্ষার্থী ও বহিরাগত রয়েছে। যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
]]>