তীব্র স্রোতে ভেঙে গেল ব্রিজ, ৭০০ বিঘা জমির ফসল নিয়ে শঙ্কা

৩ সপ্তাহ আগে
চুয়াডাঙ্গার জীবননগরের সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে ভৈরব নদীতে অস্বাভাবিক পানিবৃদ্ধি পেয়েছে। এতে তীব্র স্রোতে ব্রিজ ভেঙে দুই গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে; জনমনে তৈরি হয়েছে আতঙ্ক। কৃষকরাও তাদের ৭০০ বিঘা জমির ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, টানা কয়েকদিনের বৃষ্টিপাতে জীবননগর সিংনগর বাঁওড়ের বাঁধ ভেঙে যায়। এতে ভৈরব নদীতে সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে হঠাৎ করে পানি বাড়তে শুরু করেছে। পানির তীব্র স্রোতে ভেঙে পড়েছে মনোহরপুর গ্রামের ইলিশের জোল মাঠের নিকট ভৈরব নদীর ওপরের একটি ব্রিজ। সেখানে প্রায় ৭০০ বিঘা জমিতে ধান, কলা, পাট, সবজিসহ বিভিন্ন ধরনের ফসল চাষ হয়। ফসল নিয়ে কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন।


স্রোতে ভেসে গেছে নদীতে কৃষকের জাগ দেয়া পাট। নদীর আশপাশে নিম্নাঞ্চলের জমির ফসল তলিয়ে গেছে।


আরও পড়ুন: ৩ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, ভোগান্তিতে ১৫টি গ্রামের মানুষ


স্থানীয়রা জানান, জীবননগরের সন্তোসপুর-মনোহরপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। মনোহরপুর ও ধোপাখালি গ্রামের বাসিন্দারা এই এলাকা দিয়ে চলাচল করেন। ব্রিজ ভেঙে যাওয়ার কারণে দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের মানুষ। কর্তৃপক্ষের উচিত দ্রুত নতুন ব্রিজ নির্মাণ করে দেয়া।


চুয়াডাঙ্গা জীবননগর মনোহরপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আব্দুর রশিদ জানান, ব্রিজ ভেঙে যাওয়ার কারণে কৃষক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত ব্রিজ নির্মাণ করা হলে সবার সুবিধা হবে। বর্তমানে মাঠে প্রায় ৭০০ বিঘা জমির ফসল রয়েছে বলেও জানান তিনি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন