রোববার (৬ এপ্রিল ) দুপুরে রংপুর সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চল উন্নয়ন থেকে বঞ্চিত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তবে একমাত্র চীনের উপর নির্ভর না করে জাপান, বিশ্বব্যাংকসহ অন্যান্য সম্ভাব্য অর্থায়নকারী সংস্থার সঙ্গে সমান্তরালভাবে আলোচনা করা দরকার।
সরকারের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, শুধু চুক্তি নয়, বাস্তবায়নের দিকেও গুরুত্ব দিতে হবে। এসময় তিনি নিজস্ব অর্থায়নের সম্ভাবনাও খতিয়ে দেখার দাবি জানান।
আরও পড়ুন: রংপুরে ৭ দফা দাবিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট
মতবিনিময়ে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চুক্তির প্রেক্ষিতে ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের দাবি জোরালোভাবে উঠে আসে।
এ মতবিনিময়কে কেন্দ্র করে উত্তরাঞ্চলের উন্নয়ন ও নদী ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ সময় রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
]]>