তিস্তা ইস্যুতে ভারতকে আর বিশ্বাস করতে পারছি না: ব্যারিস্টার ফুয়াদ

৪ সপ্তাহ আগে
তিস্তা ইস্যুতে ভারতকে আর বিশ্বাস করা যায় না বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।


ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিগত সময়গুলোতে ভারত দ্বিমুখী আচরণ করেছে। তিস্তা ইস্যুতে আর আমরা প্রতিবেশী দেশকে বিশ্বাস করতে পারছি না। তাই স্বল্প ঋণের সুদে চীনের সঙ্গে পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি।’


এ সময় আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘দেশের রাজনৈতিক দলগুলো আন্তরিকতা আর প্রশাসন সিরিয়াস হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তবে এ বিষয়ে কার্যকরী ভূমিকা রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকেই।’


আরও পড়ুন: তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেয়া হলো ৪৪ জলকপাট


তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে রাজনীতিক দলগুলোর দ্বিমত রয়েছে। তবে যেসকল বিষয়ে একমত পোষণ হয়েছে সেগুলো ঝুলে না রেখে দ্রুত বাস্তবায়ন করার দাবি জানাই।’


মতবিনিময়ে এবি পার্টির রংপুর অঞ্চলের নেতারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন