এর আগে সিরীয় বাহিনীর সঙ্গে এসডিএফের সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়। বাস্তুচ্যুত হয়েছেন ৪৬ হাজার মানুষ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
অবশেষে সংঘাত বন্ধে সম্মত সিরীয় সরকার। স্থানীয় সময় শুক্রবার কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স-এসডিএফের সঙ্গে যুদ্ধ বিরতির ঘোষণা দেয় শারা প্রশাসন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নতুন করে কোন উত্তেজনা ঠেকাতে আলেপ্পোর শেখ মাকসুদ, আল-আশরাফিয়েহসহ বনি জায়েদ এলাকায় কার্যকর হবে যুদ্ধবিরতি। কুর্দি যোদ্ধাদের এসব এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসিকে বিলুপ্ত ঘোষণা, ঘোষণা একাংশের
গেল মঙ্গলবার থেকে চলা সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছেন। কুর্দি অধ্যুষিত এলাকাগুলো থেকে এসডিএফ হামলা চালাচ্ছে বলেও দাবি করে দেশটির সেনাবাহিনী। এরইমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন ৪৬ হাজার মানুষ।
সিরিয়ার কুর্দি নেতা মজলুম আবদি অভিযোগ করেন, আলেপ্পোর সংঘর্ষ দামেস্কের সঙ্গে সরকারের আলোচনাকে বাধাগ্রস্ত করছে। তবে এসডিএফ-কে সিরিয়ায় শান্তির পথে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
এর আগে সিরিয়ায় উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা কমার পাশাপাশি সংযম দেখাতে এবং বেসামরিকদের ক্ষতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক।
]]>
৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·