তিনটি বাসে ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা

২ সপ্তাহ আগে
তিন দফা দাবি আদায়ের জন্য ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিতে রওনা হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) ভোরে তিনটি বাসে বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগ করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘ছয় মাসের বেশি সময় ধরে প্রকৌশল অধিকার আন্দোলন চলছে। আমরা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে রয়েছি। যৌক্তিক এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা রাজপথেই থাকবে।’


এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে শাহবাগ থেকে এই কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা দাবি আদায়ে আন্দোলন চালান। তবে আশ্বাস না পেয়ে শেষ পর্যন্ত তারা লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন।


কর্মসূচিতে সারা দেশের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


আরও পড়ুন: তিন দফা দাবিতে কুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের মশাল মিছিল


শিক্ষার্থীদের তিনটি দাবি হলো:


১. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।


২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।


৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা এবং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
 

]]>
সম্পূর্ণ পড়ুন