তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ

১ সপ্তাহে আগে
দেশের রাজস্ব ব্যবস্থার তিনটি গুরুত্বপূর্ণ আইন-মূল্য সংযোজন কর আইন- ২০১২, কাস্টমস আইন-২০২৩ এবং আয়কর আইন- ২০২৩ এর অথেনটিক ইংরেজি টেক্সট সরকারি গেজেটে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা-২০১৬ এর ইংরেজি সংস্করণও সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন এনবিআর।

 

এতে বলা হয়, দেশি-বিদেশি বিনিয়োগকারী, গবেষক, বিশ্লেষক ও বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এই তিন আইনের নির্ভুল ইংরেজি সংস্করণ না থাকায় নানা জটিলতা ও অনিশ্চয়তার মুখে পড়ছিলেন। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে বিদেশি বিনিয়োগকারীদের জন্য রাজস্ব আইনের ইংরেজি সংস্করণ অত্যাবশ্যক হয়ে উঠেছিল।

 

দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৩ সালে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এবং কাস্টমস অ্যাক্ট-১৯৬৯ বাতিল করে নতুন আয়কর আইন ও কাস্টমস আইন প্রণয়ন করা হয়। এরপর থেকেই আইনের অথেনটিক ইংলিশ টেক্সট প্রকাশের দাবি জোরালো হতে থাকে। েতবে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর এবং কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে অবশেষে আইন তিনটির ইংরেজি ভার্সন চূড়ান্ত করে তা পৃথক কমিটির মাধ্যমে কয়েক দফা রিভিউ করে চূড়ান্ত অনুমোদনের পর লেজিসলেটিভ বিভাগের ভেটিংয়ের জন্য পাঠায়।

 

আরও পড়ুন: শুল্কমুক্ত সুবিধায় আনা ৩১টি গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরে বিশেষ আদেশ জারি

 

লেজিসলেটিভ বিভাগ যথেষ্ট সময় নিয়ে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে আইন তিনটির ইংরেজি ভার্সনে প্রয়োজনীয় সুপারিশ করে ভেটিং চূড়ান্ত করে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠালে আইন তিনটি বিজি প্রেস থেকে গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশিত হয়েছে।

 

আয়কর আইন, ২০২৩ এর অথেনটিক ইংরেজি টেক্সট গত ১৬ অক্টোবর SRO No-404-Law/2025 এর মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে ‘Income Tax Act, 2023’ আকারে প্রকাশ করা হয়েছে। এছাড়া মূল্যসংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অথেনটিক ইংরেজি টেক্সট গত ১৩ নভেম্বর SRO No-440-Law/2025/326-Mushak এর মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে ‘Value Added Tax and Supplementary Duty Act, 2012’ আকারে প্রকাশ করা হয়েছে।

 

আর কাস্টমস আইন, ২০২৩ এর অথেনটিক ইংরেজি টেক্সট গত ১৩ নভেম্বর SRO No-441-Law/2025 এর মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে ‘Customs Act, 2023’ আকারে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, গত ১০ নভেম্বর SRO নং-৪৩৯-আইন(অনুবাদ)/২০২৫ এর মাধ্যমে মূল্যসংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর অথেনটিক ইংরেজি টেক্সট সরকারি গেজেট নোটিফিকেশনে ‘Value Added Tax and Supplementary Duty Rules, 2016’ আকারে প্রকাশ করা হয়েছে।

 

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২, কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর অথেনটিক ইংরেজি টেক্সট সরকারি গেজেটে প্রকাশের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, কাস্টমস আইন এবং আয়কর আইনের বিধি-বিধান যথাযথভাবে জানতে পারবেন এবং রাজস্বসংক্রান্ত আইনের প্রতি করদাতাদের আস্থা বাড়বে। অথেনটিক ইংরেজি টেক্সট সরকারি গেজেটে প্রকাশের ফলে আইনগুলো প্রয়োগের ক্ষেত্রে অস্পষ্টতা ও দ্ব্যর্থবোধকতা দূর হবে এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ উন্নতিতে সহায়তা করবে। 

]]>
সম্পূর্ণ পড়ুন