সেন্ট কিটসে রোববার (৮ ডিসেম্বর) নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছে লাল সবুজরা। সর্বোচ্চ ৭৪ রান করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্যারিবীয়দের পক্ষে ৫১ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রোমারিও শেফার্ড। এছাড়া ২ উইকেট নিয়েছেন আলজারি জোসেফ।
টস জিতে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ওভারপ্রতি ৬ এর বেশি রান করে দলকে ৩৪ রান এনে দেন তারা। তবে দারুণ খেলতে থাকা সৌম্য হঠাৎ ভুল করে আউট হন। ১৮ বলে ৩ চারের মারে ১৯ রান করে আলজারি জোসেফের বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড হন তিনি।
আরও পড়ুন: মধুর প্রতিশোধ, ভারত বধ করে টাইগারদের শিরোপা জয়
এরপর ক্রিজে নেমে ৬ বল মোকাবিলা করে সপ্তম বলেই উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন লিটন দাস। ২ রান আসে তার ব্যাট থেকে। তবে উইকেট হারালেও তানজিদ তার ছন্দ হারাননি। মেহেদী মিরাজের সঙ্গ নিয়ে চড়াও হন ক্যারিবীয় বোলারদের উপর। ৪৬ বলে ৩ ছক্কা ও ৫ চারের মারে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের তৃতীয় ফিফটি।
তবে ফিফটির ইনিংসটাকে সেঞ্চুরি পর্যন্ত নিয়ে যেতে পারলেন না তানজিদ তামিম। ৬০ বলে ৬ চার ও ৩ ছক্কার মারে ৬০ রান করে জোসেফের বলে শর্ট থার্ডে রস্টন চেজের হাতে চেজের হাতে ক্যাচ তুলে দেন তিনি। মিরাজের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে বিদায় নেন এক বছর পর দলে ফেরা আফিফ হোসেন ধ্রুব। ২৯ বলে ৪ চারের মারে ২৮ রান করে তিনি ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন।
দলীয় ১৯৮ রানে আউট হন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১ ও ৩১ রানে জীবন পাওয়ার পর ৭৪ রান করে। ৬ চার ও ১ ছক্কায় সাজানো ছিল তার ১০১ বলের ইনিংসটি।
আরও পড়ুন: ভারতকে হারানোর ৫ টার্নিং পয়েন্ট
মিরাজের বিদায়ের পর ক্যারিবীয় বোলারদের আর কোনো সুযোগ দেননি মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে গিয়ে ২ রানের আক্ষেপ নিয়ে আউট হন জাকের। ৪০ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৮ রানে থামে তার ইনিংস। তবে ফিফটি তুলে নেন মাহমুদউল্লাহ। ৪৪ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত থাকেন তিনি।
]]>