তিন ফরোয়ার্ডে ২০০ মিলিয়ন ইউরো খরচ করেও সুফল পাচ্ছে না ইউনাইটেড

২ সপ্তাহ আগে
গেল মৌসুমের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর মিশনের শুরুতেই হোঁচট খেলো ম্যানচেস্টার ইউনাইটেড। ২০০ মিলিয়ন ইউরো খরচ করে তিনজন ফরোয়ার্ড দলে ভেড়ালেও ইপিএলের প্রথম দুই ম্যাচেই জয়হীন রেড ডেভিলস। নতুন স্ট্রাইকাররাও প্রত্যাশ পূরণে ব্যর্থ। এদিকে, শুধু ফুটবলার নন, কোচ রুবেন আমোরিমও ব্যর্থ ক্লাবের সুদিন ফেরাতে। গেল মৌসুম থেকে এখন পর্যন্ত ইপিএলে ২৯ ম্যাচ খেলে মোটে ৭টিতে জয় এনে দিতে পেরেছেন দলকে।

থিয়েটার অব ড্রিম। যেখান থেকে স্বপ্ন দেখার শুরু সেখানেই এখন হতাশার গল্প। একের পর এক ব্যর্থতায় এক সময়ের ম্যানচেস্টার ইউনাইটেডের সব অর্জন এখন ধূসর অতীত। কোচ পরিবর্তন কিংবা দলকে ঢেলে সাজানো কোনোভাবেই সফলতার মুখ দেখতে পারছে না রেড ডেভিলস। দুঃসময় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে নতুন মৌসুম শুরু করে রুবেন আমোরিমের দল। তবে, সেখানেও যে সফলতার দেখা মিলছে না বিন্দুমাত্র।

 

নতুন মৌসুম শুরুর আগে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ দেন রুবেন আমোরিম। দল ছেড়েছেন মার্কাস রাশফোর্ড। আর নতুন মৌসুমে বেশ কয়েকজন ফুটবলার জেডন সাঞ্চো, আলেহান্দ্রো গার্নাচো, অ্যান্টনিদের অনুশীলন কিংবা ম্যাচ খেলতেও মানা করেছেন কোচ। শুধু তাই নয়, তাদেরকে নতুন ক্লাব সন্ধান করতেও জানিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের এমন সিদ্ধান্তই যে এবার কাল হয়ে দাঁড়িয়েছে।

 

ইপিএলে নতুন মৌসুম শুরুর আগে প্রায় ২০০ মিলিয়ন ইউরো খরচ করে তিন স্ট্রাইকার দলে ভেড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাথেউস কুনহা, ব্রায়ান এমবেউমো ও বেনজামিন সেসকোকে দলে টেনেও প্রত্যাশিত সফলতার মুখ দেখতে পাচ্ছে না রেড ডেভিলস। বরং মৌসুমের শুরুর দুই ম্যাচের দুটিতেই জয়হীন দলটা।

 

আরও পড়ুন: বর্ণবাদের শিকার এমবাপ্পে-ভিনিসিউস, তদন্ত শুরু লা লিগার

 

মোটা অঙ্ক খরচ করেও সেসকো, কুনহাদের নিয়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছে না ইউনাইটেড। ফুলহ্যামের বিপক্ষে ম্যাচে পুরো নব্বই মিনিট খেলেও বলার মতো কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি এমবেউমো। প্রতিপক্ষের বক্সের ভেতর ঢুকে চারবার আক্রমণের চেষ্টা করেন ক্যামেরুনের এই অ্যাটাকিং মিডফিল্ডার। আর কুনহা তো মাত্র একটা সুযোগ তৈরি করলেও কাজের কাজ হয়নি তাতে। প্রত্যাশা পূরণে পুরোপুরি ব্যর্থ তারা।

 

এদিকে, শুধু কি ফুটবলারদেরই ব্যর্থতা? ২০২৪ এর শেষের দিকে দলের সঙ্গে যোগ দিয়ে এখন পর্যন্ত কোনো প্রত্যাশাই পূরণ করতে পারেননি কোচ রুবেন আমোরিম। টেন হ্যাগ যুগের অবসানের পর নতুন দিনের সূচনার অপেক্ষায় ছিল ইউনাইটেড ভক্তরা। তবে, গেল মৌসুমে তার অধীনে ইপিএলে ২৯ ম্যাচ খেলে রেড ডেভিলস। সেখানে মোটে ৭ ম্যাচে পূর্ণ পয়েন্ট পেয়েছে দলটা।

 

আরও পড়ুন: ফার্নান্দেজের পেনাল্টি মিস, ফুলহ্যামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি ইউনাইটেডের

 

মূলত, কোচের স্ট্র্যাটেজি, টিম কম্বিনেশন ঠিক রাখতে না পারা, ফরমেশন নিয়ে বিতর্ক, ডিফেন্স ও গোলকিপিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠতে না পারাই কাল হয়ে দাঁড়িয়েছে দলটার জন্য।

]]>
সম্পূর্ণ পড়ুন