তিতাসে ধরা পড়ল ২৬ কেজি ওজনের মাছ!

১ সপ্তাহে আগে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীরেন্দ্র দাস নামে এক জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে তিতাস নদী থেকে এই মাছটি ধরেন জেলে বীরেন্দ্র দাসসহ তার সঙ্গে থাকা জেলারা।

জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের জেলে বীরেন্দ্র দাসসহ অন্য জেলেরা প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিতাস নদীতে মাছ ধরতে যান। তারা নৌকার মধ্যে বছুরি জাল দিয়ে তিতাস নদীতে মাছ ধরেন। দুপুর ২টার দিকে তার জালে ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পরে।


পরে জেলেরা স্থানীয় আড়তদার সুনীল ব্যাপারীর কাছে ৪৫০ টাকা কেজি ধরে মাছটি এগার হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।

 

আরও পড়ুন: মাছ শিকারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিখোঁজদের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার


স্থানীয় বাসিন্দা শ্যামল বর্মণ জানান, দুপুরে তিতাস নদীতে বীরেন্দ্র দাসের জালে ২৬ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পরে। পরে মাছটি তিনি বাড়িতে নিয়ে আসেন। বৃহৎ আকারের বিগহেড মাছটি আসার খবরে তার বাড়িতে ভীড় জমায় উৎসুক জনতা। পরে স্থানীয় ব্যাপারীর কাছে তিনি ৪৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করেন।

 

আরও পড়ুন: মাইকে ঘোষণা দিয়ে ৮ জলমহালে সাত কোটি টাকার মাছ লুট


জেলে বীরেন্দ্র দাস বলেন, ‘আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ২৬ কেজি। ৪৫০ টাকা কেজি ধরে এটি স্থানীয় ব্যাপারীর কাছে বিক্রি করেছি। তিনি ভৈরব ফেরিঘাটে নিয়ে বিক্রি করবেন বলে জানিয়েছেন। তিতাস নদীতে এত বড় মাছ কম উঠে। সৌভাগ্যক্রমে এই মাছটি জালে লেগেছে।’

 

এতো বড় মাছ ধরা পড়ায় তিনি খুব উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন