মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল প্রথমে তাড়াশ-কাটাগাড়ী সড়কের নির্মাণাধীন সেতু এলাকা পরিদর্শন করেন। সেখানে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করেন।
পরে তারা যান উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এবং পুরাতন সেতুর নিলাম প্রক্রিয়া ও নতুন সেতু নির্মাণসংক্রান্ত সব নথিপত্র খতিয়ে দেখেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে এলজিইডিতে দুদকের অনুসন্ধান
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দুদক কর্মকর্তা সাধন চন্দ্র সূত্রধর জানান, প্রাথমিক অনুসন্ধান এবং কাগজপত্র পর্যালোচনার ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি আরও জানান, চূড়ান্ত তদন্ত শেষে সকল নথিপত্র বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।