তাহসানের জনপ্রিয় ১০ গান

৪ দিন আগে
তাহসান রহমান খান একাধারে জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা ও উপস্থাপক। মুন্সিগঞ্জের বিক্রমপুরের ছেলে তিনি। ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ সালে তৈরি করেন ব্যান্ডদল ‘ব্ল্যাক’। পরবর্তিতে তিনি ব্যন্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন।

২০১২ সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামে নতুন একটি ব্যান্ড। 'কৃত্যদাসের আবাসে' নামে তার নিজস্ব স্টুডিও রয়েছে। গায়কের কণ্ঠের অনেক গান এখনও ভক্তদের হৃদয়ে দোলা দেয়।


দেখে নিন তাহসানের জনপ্রিয় ১০টি গান


১. আমার পৃথিবী

২. এখনো

৩. প্রার্থনাদ

৪. ঈর্ষা

৫. আলো

৬. কিছু শিহরণ

৭. প্রেম তুমি

৮. ছুঁয়ে দিলে মন

৯. কেন হঠাৎ এলে

১০. কতদূর

 

আরও পড়ুন: এক নজরে তাহসানের বিয়ের সব ছবি


এই গানগুলো তাহসানের ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং বাংলা সংগীতপ্রেমীদের কাছে সমাদৃত। ব্যক্তিগত জীবনে তিনি ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি কন্যাসন্তানের বাবা হন। তার মেয়ের নাম আইরা তাহরিম খান। ২০১৭ সালের ২০শে জুলাই বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। এরপর ২০২৫ সালের ৪ জানুয়ারি মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সাথে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

 

আরও পড়ুন: তাহসানের কাছে বিশ্বাস ও সম্মানের ওয়াদা করেছেন রোজা

]]>
সম্পূর্ণ পড়ুন