দুবাইতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। টস হেরে ব্যাট করছে সালমান আলীর দল। প্রথম ওভারে ৪ রান খরচায় ১ উইকেট নিয়েছেন টাইগার পেসার তাসকিন। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মেহেদী।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৯ রান। ক্রিজে ফখর জামানকে সঙ্গ দিতে নামলেন অধিনায়ক সালমান আলী।
আরও পড়ুন: জাকেরের বিশ্বাস পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ
এদিন ইনিংস শুরুর প্রথম দুই বলে ডট দেওয়ার পর তৃতীয় বলে বাউন্ডারি হজম করেন তাসকিন। এরপর চতুর্থ বলে ফারহানকে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হোসেনের ক্যাচ বানিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি করেন তাসকিন। ৪ বলে ৪ রানে থামেন ফারহান।
পরের ওভারে আক্রমণে এসে নিজের চতুর্থ বলে উইকেট তুলে নেন মেহেদী। তিন বলে শূন্য রানে ফেরা সাইমও ক্যাচ দিয়েছেন রিশাদকে। এবারের এশিয়া কাপে ছয় ম্যাচে এটি সাইমের চতুর্থ শূন্য। প্রথম তিন ম্যাচেই শূন্য রানে ফিরেছিলেন তিনি। এদিকে মেহেদীর শিকারে ৫ রানে দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান।
পাকিস্তান ও বাংলাদেশের এ ম্যাচটি অঘোষিত ফাইনাল। সুপার ফোরে দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় তুলে নিয়েছে দুদল। দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দুই হারে আশা শেষ শ্রীলঙ্কার। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে আসরের ফাইনালে। আর হারলে শেষ হয়ে যাবে যাত্রা। বাঁচা-মরার এমন ম্যাচে টাইগার শিবিরে নেই নিয়মিত অধিনায়ক লিটনকে। ভারত ম্যাচের আগে অনুশীলনে কোমরে চোট পেয়েছিলেন তিনি। যা তাকে পরপর দুই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।
আরও পড়ুন: ফারহান ও রউফের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে ভারত
গুরুত্বপূর্ণ এ ম্যাচে তিন পরিবর্তন এনেছে লাল সবুজরা। ভারত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাদের জায়গায় ফিরলেন শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।
অন্যদিকে পাকিস্তান তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী একাদশই নিয়েই টাইগারদের মোকাবিলা করবে তারা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
]]>