শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় ঐতিহাসিক কদম রসুল দরগাহ থেকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।
পোশাক রফতানিমুখি প্রতিষ্ঠান প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর বাবুল উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, ‘বিগত সময়গুলোতে নারায়ণগঞ্জে উন্নয়নের নামে মানুষকে শুধু বিভ্রান্ত করা হয়েছে। তবে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে নারায়ণগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন হবে। আমি জনগণের সমর্থন নিয়ে সেটি বাস্তবায়ন করে যেতে চাই।’
নারায়ণগঞ্জ শহর-বন্দরের মধ্যে সংযোগ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কদম রসূল সেতুর বিষয়ে আবু জাফর বাবুল বলেন, ‘আগামী নির্বাচনে আমি যদি বিএনপি থেকে মনোনয়ন পাই এবং জনগণ আমাকে সমর্থন দেন তাহলে আমার নির্বাচনের পরে সর্বপ্রথম আমার কাজ হবে শহর ও বন্দরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত কদম রসুল সেতু বাস্তবায়ন করা। ইনশাআল্লাহ আমি সেটা করব। তাই তারেক রহমানের ৩১ দফার প্রচারের আনুষ্ঠানিক সূচনা আমি কদম রসুল দরগাহ থেকে করলাম।’
আরও পড়ুন: উত্তরায় বিএনপির ব্যতিক্রমী মিছিল
এ সময় ৩১ দফার দলীয় ব্যানার-ফেস্টুন নিয়ে আবু জাফর বাবুলের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এবং বন্দর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উপস্থিত নেতাকর্মীরা জানান, দলীয় ও স্থানীয় সহস্রাধিক মানুষের অংশগ্রহণে এই কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ ও প্রচারণা শুরু করলেন আবু জাফর বাবুল। এ সময় উপস্থিত জনতার কাছ থেকে ব্যাপক সাড়াও পান তিনি।

 ১ সপ্তাহে আগে
                        ৫
                        ১ সপ্তাহে আগে
                        ৫
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·