তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বরিশাল থেকে যাবে ৫ লক্ষাধিক নেতাকর্মী

৩ সপ্তাহ আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫শে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বরিশালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর)  বিকেল ৩ টায় বরিশাল ক্লাব মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও -সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট  বিলকিস জাহান শিরীনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক, আকন কুদ্দুসুর রহমানসহ বরিশাল বিভাগের বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: অতীতের মতো দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করবে বিএনপি: তারেক রহমান

 

সভায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সম্ভাব্য কর্মসূচি, শৃঙ্খলা রক্ষা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতারা।

 

আরও পড়ুন: জামায়াত আশ্রয় না দিলে আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো: বিএনপির সাবেক এমপি

 

এ সময় বরিশাল বিভাগ থেকে ৫ লক্ষাধিক নেতাকর্মী ঢাকার কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানান বিএনপির নেতৃবৃন্দ।

]]>
সম্পূর্ণ পড়ুন