সোমবার (২২ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল এই স্বাগত মিছিলের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। আগামী ২৫ ডিসেম্বর তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আগামীকাল ২৩ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৩টা থেকে একটি শুভেচ্ছা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি: মির্জা আব্বাস
এতে বলা হয়, মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপিপন্থী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন যৌথভাবে এ কর্মসূচি গ্রহণ করেছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই উপলক্ষে ঢাবি ছাত্রদলের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ স্বাগত মিছিলের আয়োজন করা হয়েছে।
ছাত্রদলের নেতারা সকল শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·