শনিবার (১০ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ও তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। এছাড়া, বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলও। সাক্ষাৎ করেছেন নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমীও।
কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। ছবি: সময় সংবাদ
সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন পরবর্তী আন্তর্জাতিক মহলের আগ্রহ আছে। সেই প্রেক্ষিতে ভারত, তুরস্ক, মিশরের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন; মতবিনিময় হয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে কিভাবে দেশ পরিচালনা করা হবে, কূটনৈতিক সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে-- সেসব বিষয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান
বিএনপির এ যুগ্ম মহাসচিব জানান, ভারতের সঙ্গে সম্পর্ক কী হবে-- সেটা ভারতের প্রধানমন্ত্রীর শোকবার্তাতেই স্পষ্ট লেখা আছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হবে। চ্যালেঞ্জ আছে, সেটা অ্যাড্রেস করে শান্তি ও নিরাপত্তা স্থাপনে প্রণয় কুমার ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে। শুভেচ্ছা সাক্ষাৎ হয়েছে, খুব বেশি বিস্তারিত আলোচনা হয়নি।
আরও পড়ুন: আমাকে মাননীয় শব্দে সম্মোধন করবেন না: তারেক রহমান
আরও বেশ কিছু দেশের কূটনীতিকরা বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আগ্রহী জানিয়ে হুমায়ুন কবির বলেন, কূটনীতিক বৈঠকগুলো ধারাবাহিকভাবে হবে। আরও অনেকের আগ্রহ আছে সৌজন্য সাক্ষাতের। সেগুলো পর্যায়ক্রমে আয়োজন করা হবে।
]]>
৪ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·