তারেক রহমানের বাড়ির সামনে থেকে দুজন আটক

১ সপ্তাহে আগে
রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসার সামনে থেকে একটি বেসরকারি কোম্পানির নিরাপত্তাকর্মীসহ দুজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. রুহুল আমিন ও ওমর ফারুক।


গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম সময় নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানিয়েছে, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মোঃ রুহুল আমিন (৪৬)কে আটক করা হয়। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ থানার প্রধানীয়া বাড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে। রুহুল আমিন তারেক রহমানের বাসা ও গাড়ির বিভিন্ন এঙ্গেলে ছবি তুলছিলেন। পরবর্তীতে পুলিশ এবং সিএসএফ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেননি। সন্দেভাজন মনে হওয়ায় তাকে আটক করা হয়।


অপর ব্যক্তির নাম মোঃ ওমর ফারুক। তাকে সকাল সোয়া ১১টার দিকে তারেক রহমানের বাসার সামনে থেকে আটক করা হয়। তার পরিচয় এখনো জানা যায়নি। তার চালচলন সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনী বডি তল্লাশি চালায়। এসময় তার কাছে ২ পুড়িয়া গাঁজা পাওয়া যায়। ফলে তাকেও আটক করা হয়।

 

আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে ছাত্রদল: রাকিব


দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মো. রাকিবুল ইসলাম।


১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটানোর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূত্রে বাড়িটি পেয়েছেন তিনি। জিয়াউর রহমান ১৯৮১ সালে নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা সর্বসম্মত সিদ্ধান্তে খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দিয়েছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন