রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ছাত্রদলের ছাত্র সমাবেশে তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে একটা লড়াই আছে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। গোটা দেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে। তার আগে দেশের মানুষ অপেক্ষায় আছে তারেক রহমান দেশে ফিরে আসবেন।
ভারতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারত থেকে হাসিনা নানা ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট হাসিনা যাতে এই দেশে ফিরতে না পারে, আমাদের শপথ নিতে হবে।
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে তিনি বলেন, আমাদের ছাত্র ভাইয়েরা অনেক রক্ত দিয়েছে। অনেক নির্যাতন সহ্য করেছে, বারবার কারাগারে গেছে। আমার মনে হয়, ছাত্রদলের এমন কোনো ছাত্র ভাই নেই, যারা বার বার কারাগারে যায়নি, নির্যাতন সহ্য করেনি। আজ অত্যন্ত আনন্দের এবং একই সঙ্গে একটি কষ্টের দিন। আমরা এক বছর আগে আজকের এই দিনটিতে আমাদের ভাইদের হারিয়েছি।
আরও পড়ুন: বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে শহীদ মিনারে জড়ো হচ্ছেন এনসিপি নেতাকর্মীরা
]]>