নেত্রকোনার কলমাকান্দা উপজেলার উত্তর লেংগুড়া গ্রামে ভাঙা টিনের বেড়া, ঝুঁকিপূর্ণ চালা এবং ঝড়-বৃষ্টিতে যেকোনো সময় ধসে পড়ার ঝুঁকিতে থাকা ছোট্ট সেই কুঁড়েঘরই ছিল তার শেষ আশ্রয়। কোনোরকম মাথা গুঁজে দিন-রাত কাটাতেন সেখানে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলমাকান্দা পরিবার’-এর মাধ্যমে কয়েকদিন আগে তার দুর্বিষহ জীবনযাপনের খবর প্রকাশ হলে বিমলা হাজংয়ের অসহায়ত্বের বিষয়টি নজরে আসে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের।
তিনি আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিমলা হাজংয়ের জন্য ব্যক্তিগত উদ্যোগে নতুন একটি ঘর নির্মাণের উদ্যোগ নেন। রোববার (১৬ নভেম্বর) সেই ঘর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২০ নভেম্বর তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিমলা হাজং-এর হাতে নতুন ঘরের চাবি তুলে দেয়া হবে।
আরও পড়ুন: শীতকালীন বৃষ্টিতে বাস্তুচ্যুত গাজাবাসীর দুর্ভোগ চরমে
স্থানীয়রা জানান, বহু বছর পর বিমলা হাজং প্রথমবারের মতো একটু স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন। নতুন ঘর পাওয়ার খবরে তার মুখে দেখা গেছে শান্তির হাসি। মানবিক এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। স্থানীয়ভাবে এটি প্রশংসার দাবিদার এবং একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের প্রতি মানবিক দায়িত্ববোধই আমাদের শক্তি। তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে এই অসহায় মাকে নতুন ঘর উপহার দিতে পারা আমাদের জন্য বড় আনন্দের।

১৫ ঘন্টা আগে
২








Bengali (BD) ·
English (US) ·